
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, দেশের সাধারণ মানুষ এখন ইসলামের পক্ষের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য উদগ্রীব। তিনি আরও জানান, ‘তাদের মধ্যে মানসিক ব্যাপক পরিবর্তন আসছে।’
রোববার (২৩ নভেম্বর) রাতের দিকে নলছিটি চায়না মাঠে উপজেলা মুজাহিদ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
রেজাউল করিম বলেন, “এ দেশে চাঁদাবাজ-দখলবাজদের কোনো স্থান হবে না। এখন সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার, ভালো মানুষকে ভোট দেওয়ার।”
তিনি আরও বলেন, দেশের অতীত সরকারের সময় মেহনতি কৃষক, দিনমজুর ও শ্রমিকদের উপার্জিত অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং দেশের দুর্নীতিতে বহুবার শীর্ষস্থান অধিকার করেছে। “তাদেরকে আর কেউ চায় না,” যোগ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সেকান্দর আলি সিদ্দিকি। এছাড়া ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজিও উপস্থিত ছিলেন।