গাছের সঙ্গে পুলিশ বাসের ধাক্কায় ২৭ নারী পুলিশ সদস্য আহত
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৪৮ এম, ০১ নভেম্বর ২০২৫
চট্টগ্রামে দামপাড়া পুলিশ লাইন্সে একটি পুলিশ বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ২৭ জন নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনা শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে লাইন্সের অভ্যন্তরে ঘটে।
আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১৫ জন প্রাথমিক চিকিৎসার জন্য দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আহতরা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালন করতে দামপাড়া থেকে সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন।
চমেক হাসপাতালের পুলিশ বক্সের এসআই নুরুল আলম আশেক বলেন, "আহত ১২ জন নারী পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা শঙ্কামুক্ত।"
সিএমপি’র উপকমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন জানান, "নারী পুলিশ সদস্যদের বহনকারী বাসটি দামপাড়া পুলিশ লাইন্সের উঁচু স্থান থেকে ঢালু পথে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসে থাকা ২৭ জন সদস্য আহত হন।"
তিনি আরও বলেন, "দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি, তবে কয়েকজনের হাতে-পায়ে আঘাত লেগেছে। সবাই এখন নিরাপদে আছেন।"