ভোলায় বিএনপি-জাতীয় পার্টি সংঘর্ষে আহত অন্তত ২০


ভোলায় বিএনপি-জাতীয় পার্টি সংঘর্ষে আহত অন্তত ২০

ভোলায় পৃথক রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এই সহিংসতায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজেপি একটি মিছিল ও সমাবেশ আয়োজন করে। মিছিল শেষে তারা দলীয় কার্যালয়ে সমাবেশ করে। একই সময়ে জেলা বিএনপিও তাদের কার্যালয় থেকে মিছিল বের করে। দুটি দলের কর্মসূচি ঘিরে উত্তেজনা দেখা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণমাধ্যমকর্মীসহ অন্তত ২০ জন আহত হন। এ সময় কয়েকটি গাড়ি, অফিস ও পোস্টার-ব্যানার ভাঙচুর করা হয়।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উভয় দলই একে অপরের বিরুদ্ধে হামলা ও উসকানির অভিযোগ করেছে। স্থানীয়দের মতে, এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় পুনরায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×