মুন্সীগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী মিল্টনের বাড়িতে অভিযান, ককটেল উদ্ধার


মুন্সীগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী মিল্টনের বাড়িতে অভিযান, ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটী গ্রামের পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও বিএনপি কর্মী মিল্টন মল্লিকের বাড়িতে অভিযান চালিয়ে ৭টি ককটেল বোমা ও ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার উদ্ধার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার ভোর ৫টার দিকে সেনাবাহিনী ও জেলা পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী সদর উপজেলার পূর্ব মাকহাটি গ্রামে এ অভিযান চালিয়ে এসব উদাহরণ করে। এসময় নাসির সর্দার ও আল-আমিন বেপারী নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। 

তবে অভিযানের সময় বাড়ির মালিক ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মিল্টন মল্লিককে পাওয়া যায়নি। অভিযানে আসার খবর পেয়ে যৌথ বাহিনী বাড়িতে আসার আগেই মিল্টন মল্লিক পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার দুপুরে বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে সদর থানায় মামলা হয়েছে। 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর জানান, জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মিল্টন মল্লিকের নেতৃত্বে একদল মোল্লাকান্দি ইউনিয়নসহ আশপাশ এলাকায় চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।

পুলিশের ওই কর্মকর্তা জানান, শুক্রবার ভোর ৫টার দিকে সেনাবাহিনী ও মুন্সীগঞ্জ জেলা পুলিশের সমন্বয়ে সদর উপজেলার পূর্ব মাকহাটী গ্রামের মিল্টন মল্লিকের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। বাড়ির দোতলা বিল্ডিংয়ের নিচতলায় অভিযান চালানো হয়। এসময় ৭টি তাজা ককটেল বোমা ও ২টি সুইচ গিয়ারসহ (চাকু) নাসির সর্দার ও আল-আমিন নামের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তারা চর এলাকাকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এবং এলাকায় একক আধিপত্য বিস্তারের জন্য মজুদ করা ককটেল ও সুইজ গিয়ারসহ সেখানে অবস্থান করছিল। তারা আরও জানায়, অভিযানিক টিম ঘটনাস্থলে পৌঁছার কিছুক্ষণ আগে আতঙ্ক সৃষ্টির জন্য একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×