
ডাব পাড়তে গিয়ে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলো লক্ষ্মীপুরে—উঁচু নারিকেল গাছে উঠে ডাব খেয়ে গাছের চূড়াতেই ঘুমিয়ে পড়লেন এক যুবক। দীর্ঘ সময় ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে নিচে নামানো হয়।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। ডাব তুলতে নারিকেল গাছে ওঠেন শাহেন শাহ আলী (৩৫)। গাছে উঠে একটি ডাবের পানি পান করার পর তিনি চূড়ায় বসেই ঘুমিয়ে পড়েন। নিচে থাকা স্থানীয়রা বহুবার ডাকলেও কোনো সাড়া মেলেনি।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশে ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে উদ্ধারকারী দল টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে গাছের চূড়া থেকে তাকে নিরাপদে নামিয়ে আনে।
স্থানীয় পারভেজ হোসেন জানান, গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়া ওই যুবক কিছুটা মানসিক প্রতিবন্ধী। তিনি নিজের বাড়ির ঠিকানা হিসেবে উত্তরবঙ্গের কথা বললেও বিস্তারিত পরিচয় দিতে পারেননি। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে নামাতে ব্যর্থ হন।
এ সময় গাছ থেকে নামতে অনুরোধ করা হলে শাহেন শাহ আলী বলেন, ‘জমি ও গাছ আল্লাহর। আমি আল্লাহর গাছ থেকেই ডাব পাড়ছি।’
রামগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম বলেন, শাহেন শাহ আলী নামের এক ব্যক্তি নারিকেল গাছের চূড়ায় উঠে বসে ডাব খাচ্ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে তাকে নিজে থেকে নামার অনুরোধ করা হয়, তবে তিনি অনড় ছিলেন। পরে মইয়ের সহায়তায় তাকে নিচে নামানো হয়। উদ্ধারকালে তিনি রশিতে বেঁধে সাতটি ডাব নামান। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নামিয়ে দেওয়া হয়।