মা-মেয়েকে গলা কেটে হত্যা, বাসা থেকে উধাও ৩০ ভরি স্বর্ণ
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৫৯ এম, ১০ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ বাড়িতে মা ও মেয়েকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও তাদের মেয়ে তানহা আক্তার মীম (১৯)। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির পুরুষ সদস্যরা সবাই সোনাপুর বাজারে ছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করে এবং ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা বাজার থেকে ফিরে এসে তাদের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পুরো ঘর রক্তে ভেসে ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন বলেন, “দুর্বৃত্তরা মা–মেয়েকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। এমন ভয়াবহ দৃশ্য জীবনে দেখিনি। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”
ঘটনার পরপরই বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিলুল হক জানান, “কে বা কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ফরেনসিক টিম ঘটনাস্থলে যাচ্ছে।”
রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী বলেন, “আমি ঘটনাস্থলে আছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘাতকরা স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করেছে।”