লক্ষ্মীপুরে মা-মেয়েকে জবাই করে হত্যা, স্বর্ণালংকার লুট
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৩১ এম, ১০ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রোকারিজ ব্যবসায়ীর স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে জবাই করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ সময় ঘর থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ করেছে নিহতদের পরিবার।
নিহতরা হলেন জুলেখা বেগম (৫৫) ও তাঁর মেয়ে কলেজছাত্রী তানহা মীম (১৯)।
বাসায় একা পেয়ে তাদের জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী এবং মীম তাঁদের সন্তান। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন, "কে বা কারা, কী কারণে মা-মেয়েকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ওসি ঘটনাস্থলে আছেন। পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) ফরেনসিক টিম ঘটনাস্থলে যাচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।"
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজান সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী। বাড়ির পুরুষরা সবাই বাজারে ছিলেন। বাড়িতে মিজানের স্ত্রী ও মেয়ে ছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা ও মেয়েকে জবাই করে হত্যা করে। পরে বাসা থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণসহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। বাজার থেকে পরিবারের সদস্যরা রাত ১০টার দিকে বাড়িতে গিয়ে বাসার দ্বিতীয় তলার মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখেন। মেঝেতে তাঁদের রক্ত ছড়িয়ে ছিল। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
স্থানীয় সেলিম মিয়া জানান, "মা-মেয়েকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। ঘটনাটি খুব ভয়াবহ। ওই বাড়িতে বিপুলসংখ্যক পুলিশ ও আশপাশের লোকজন জড়ো হয়েছে।"
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী বলেন, "স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ঘাতকরা।"
প্রসঙ্গত, এর আগে গত ১৩ মে রাতে রামগঞ্জ উপজেলার একই ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়িতে ঘরে ঢুকে তাজিয়া বেগম (৬৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়।