মোটরসাইকেল থেকে নামিয়ে তরুণকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:২৪ পিএম, ০৪ অক্টোবর ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ এক হত্যাকাণ্ডে প্রাণ হারালেন ১৮ বছর বয়সী এক তরুণ। শুক্রবার রাতের অন্ধকারে তাকে মোটরসাইকেল থেকে জোরপূর্বক নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে বারবার কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত তরুণের নাম আরমান হোসেন বিজয়। বাড়ি বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে। তিনি শাহীন চৌধুরীর ছেলে এবং স্থানীয়ভাবে রবি মেম্বারের বাড়ির সদস্য হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার (৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বিজয় মোটরসাইকেল চালিয়ে মজিব সড়ক হয়ে নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী তার গতিরোধ করে। এরপর তাকে জোরপূর্বক মোটরসাইকেল থেকে নামিয়ে একাধিকবার কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থল ছিল একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসমাইল মেম্বারের বাড়ির সামনের সড়ক।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”