হত্যা চেষ্টার পরেও খালেদা জিয়া ফ্যাসিস্ট হাসিনার সাথে আপোষ করেননি: খায়ের ভূঁইয়া


হত্যা চেষ্টার পরেও খালেদা জিয়া ফ্যাসিস্ট হাসিনার সাথে আপোষ করেননি: খায়ের ভূঁইয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষমতামলে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে। তারা বাড়িতে থাকতে পারেনি। খালেদা জিয়া বিনা অপরাধে জেল খেটেছেন। জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে জোরজবরদস্তি করে বের করে দেওয়া হয়েছে। তার সন্তান আরাফাত রহমান কোকো নির্যাতনের ফলে মৃত্যুবরণ করেন। আরেক ছেলে তারেক রহমান দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন। খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে হত্যা চেষ্টা করা হয়। তবুও শেখ হাসিনার সাথে আপোষ করেননি। তিনি দেশ, দেশের মানুষ ও গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করে গেছেন।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এ নেতা। শ্রমিকদলের সদর পশ্চিম শাখার আয়োজনে স্থানীয় একটি প্রাইমারি বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

খায়ের ভূঁইয়া আরও বলেন, বর্তমানে একটি দল বাহির হইছে, যারা পূজা মণ্ডপে গিয়ে নাচানাচি করে। এটি কোন হাদিসে পেয়েছে, আমার জানা নেই। এতদিন বলেছে, আমরা এসব করে ইসলামের ক্ষতি করে থাকি। কিন্তু এখন তারা কিভাবে মন্দিরে গেলো? নতুন করে কোন হাদিস আইছে তাদের কাছে? নাকি ভাওতাবাজি করে কোরআনের উক্তি বাহির করে, নিজেদের মণ্ডপে যাওয়া জায়েজ করে নিচ্ছে?

তারা (জামায়াতের মহিলা কর্মী) গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের ভুল বুঝায়। মিথ্যা তথ্য প্রচার করে। ক্ষমতা পাওয়ার জন্য এমন কোন কাজ নাই, বর্তমানে তারা করে না। ওরা মহিলাদের বলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে চলে যাবে। ধানের শীষের নামে বদনাম করে। এসব বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। টিম করে বাড়ি-বাড়ি যেতে হবে। মা-বোনদের বুঝাতে হবে। দেশ নিয়ে তারেক রহমানের আগামীর পরিকল্পনা ৩১ দফা তুলে ধরতে হবে। ধানের শীষের পক্ষে মহিলাদের সমর্থন বৃদ্ধি করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মহিউদ্দিন পাটোয়ারী বিটু, সাইদুর রহমান চুট্টু, ফজলে রাব্বি এলাহী জহির, হাসিনা শওকত, শ্রমিকদলের দেলোয়ার হোসেন, ইউছুপ আলী প্রমুখ।

কর্মী সম্মেলন পরবর্তী ইউনিয়ন শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়। এতে সোহাগ হোসেনকে আহ্বায়ক ও আবদুর রহমানকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×