লক্ষ্মীপুরে রাজমিস্ত্রির মরদেহ খাল থেকে উদ্ধার


লক্ষ্মীপুরে রাজমিস্ত্রির মরদেহ খাল থেকে উদ্ধার

লক্ষ্মীপুর সদর উপজেলার কোরালিয়া খাল থেকে ইউছুফ হোসেন (৪৫) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে দালাল বাজার পালেরহাট সড়কের পাশে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যুবক কাইয়ুম হোসেন খালে মাছ ধরার সময় বাঁশঝাড়ের নিচে ইউছুফের মরদেহ দেখতে পান। এরপর বিষয়টি আশপাশের লোকজন ও পুলিশকে জানান।

নিহতের ছেলে মো. শাকিল বলেন, বাবার সঙ্গে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ির সামনে শেষ কথা হয়েছিল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ খবর পেয়ে এসে দেখি খালে তার মরদেহ পড়ে আছে। পা গামছা দিয়ে বাঁধা ছিল। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদের পারিবারিক জমি নিয়ে চাচাদের সঙ্গে বিরোধ রয়েছে।

সদর উপজেলা জামায়াতের আমির হুমায়ুন কবীর জানান, ইউছুফ আমার ভগ্নিপতি। তার ভাইদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ধারণা করা হচ্ছে, এ বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, খাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×