জুলাইয়ের আকাঙ্ক্ষা উপেক্ষা করলে পরিণতি হাসিনার চাইতেও খারাপ হবে: সাদিক কায়েম


জুলাইয়ের আকাঙ্ক্ষা উপেক্ষা করলে পরিণতি হাসিনার চাইতেও খারাপ হবে: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়েছেন, অন্তর্বর্তী সরকার যদি ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা’ যথাযথভাবে ধারণ না করে, তবে তাদের পরিণতি হতে পারে বর্তমান ক্ষমতাসীনদের থেকেও ভয়াবহ।

বৃহস্পতিবার, ২ অক্টোবর রাতে কুষ্টিয়ার কুমারখালীর রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, ‘এক বছর পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার দরকার ছিল, সেভাবে ধারণ করছে না। আমরা অনুরোধ করবো শহীদরা যেজন্য জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষাকে যেন তারা ধারণ করে। যদি না হয় তবে ফ্যাসিবাদী হাসিনার যে পরিণতি হয়েছে, এর চাইতেও খারাপ পরিণতি তাদের হবে।’

আবরার ফাহাদকে ‘জাতীয় ঐক্যের প্রতীক’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘শহীদ আবরার বাংলাদেশে জাতীয় ঐক্যের প্রতীক। আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে আবরার ফাহাদকে নির্মমভাবে খুন করে ছাত্রলীগ। শহীদ আবরারের দেখানো পথে জুলাই বিপ্লব হয়েছে।’

কবর জিয়ারতের সময় আবরারের পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×