নোয়াখালীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ


নোয়াখালীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে একই পরিবারের চারজন, যার মধ্যে রয়েছে দুই শিশু, আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় দগ্ধদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ন রোডে অবস্থিত রাহাত মঞ্জিল নামক একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। সেখানে ভাড়াটিয়া হিসেবে থাকা কুমোদ চন্দ্র নাথ (৪৩), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ঐর্দিকা (৮) এবং চার বছর বয়সী ছেলে তূর্য দগ্ধ হন।

স্থানীয়রা জানিয়েছেন, ফ্ল্যাটটির রান্নাঘরের গ্যাস চুলার সুইচ অন থাকা অবস্থায় গ্যাস লিক করে ঘরের ভেতর জমে থাকে। ধারণা করা হচ্ছে, পরিবারের কেউ একটি কক্ষের মেঝেতে আগুন জ্বালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে গ্যাসে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের সবাই দগ্ধ হন।

বিস্ফোরণের তীব্রতায় ঘরের একটি দেয়ালের অংশ ভেঙে যায় এবং জানালার থাই গ্লাস ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। প্রতিষ্ঠানটির টিম লিডার আবদুল মালেক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসায় রান্নাঘরের গ্যাসের চুলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বদ্ধঘরে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×