লক্ষ্মীপুরে অসহায় বিশ্বজিতের চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন পৌর প্রশাসক
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:০৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫

সড়ক দুর্ঘটনায় আহত অসহায় বিশ্বজিত চন্দ্র দাসের চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো: জীবন উদ্দিন।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার নিজ কার্যালয়ে চিকিৎসা সহায়তা হিসেবে বিশ্বজিতের হাতে এক লাখ টাকা তুলে দেন পৌর প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহাদাত।
বিশ্বজিত চন্দ্র দাস সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে তিনি পৌরসভার ৭নং ওয়ার্ডে বসবাস করেন।
জানা যায়, বিশ্বজিত চন্দ্র দাস গত সাড়ে তিন বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এতে তার কোমরের দুটি বাটি ক্ষতিগ্রস্ত হয়। একটি বাটি অপারেশন করাতে তার পাঁচ লাখ টাকার মতো খরচ হয়। তখন অভাবের সংসারের ঋণ করে তাকে চিকিৎসা ব্যয় বহন করতে হয়। পরবর্তীতে টাকার অভাবে তার আর চিকিৎসা করা হয়নি।
একদিকে আগের ঋণের বোঝা, অন্যদিকে সংসারে টানা পোড়েন। এ নিয়ে বাজারে হকারি করে কোন মতে চলে তার সংসার। এক পর্যায়ে তাকে ছেড়ে চলে যায় তার স্ত্রীও। একমাত্র সন্তানকে নিয়ে এখন তার চলা, ছেলেটি দ্বিতীয় শ্রেণীতে পড়ে।
নিজের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে পৌর প্রশাসকের কাছে আবেদন করলে তাতে তাৎক্ষণিক সাড়া দেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো: জসীম উদ্দিন। নিজ কার্যালয়ে ডেকে নিয়ে চিকিৎসার জন্য বিশ্বজিতের হাতে এক লাখ টাকা তুলে দেন তিনি।
বিশ্বজিত চন্দ্র দাস বলেন, “সড়ক দুর্ঘটনায় আমার কোমরের দুটি বাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঋণ করে একটি বাটি অপারেশন করায়। বর্তমানে আর একটি বাটি অপারেশন করা জরুরি। এই অবস্থায় আমার পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়। পৌর প্রশাসক মহোদয় আমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন। এ জন্য আমি উনার কাছে চিরকৃতজ্ঞ। আমি প্রশাসক মহোদয়ের জীবনে সাফল্য কামনা করছি।”
পৌর প্রশাসক মো: জসীম উদ্দিন বলেন, “অর্থাভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত বিশ্বজিত চন্দ্র দাসের বিষয়টি আমার নজরে আসলে আমি পৌরসভার পক্ষ থেকে তাকে চিকিৎসা সহায়তা প্রদান করি। তার পাশে দাঁড়াতে পেরে আমার ভালো লাগছে। আশা করি এতে তার কিছুটা হলেও সমস্যা লাগব হবে।”