লক্ষ্মীপুরে অসুস্থ যুবদল কর্মী চুট্টুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান


লক্ষ্মীপুরে অসুস্থ যুবদল কর্মী চুট্টুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

লক্ষ্মীপুরে গুরুতর আহত অবস্থায় থাকা যুবদল কর্মী আব্দুল মান্নান চুট্টুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রাশিদুল হাসান লিংকন নেতাকর্মীদের নিয়ে আব্দুল মান্নান চুট্টুর বাড়ি সদর উপজেলার হাজির পাড়া ইউনিয়নে যান। এ সময় তারা যুবদলের সভাপতি লক্ষ্মীপুরের সন্তান আব্দুল মোনায়েম মুন্নার নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গুরুতর আহত চুট্টুর খোঁজ খবর নেন ও আর্থিক সহায়তা প্রদান করেন। 

জেলা যুবদল সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ঢাকায় বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে মালিবাগ মৌচাক এলাকায় যুবদল কর্মী আব্দুল মান্নান চুট্টুর উপর আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালায়। তাকে ৪২টি ধারালো অস্ত্রের আঘাত করে নির্মমভাবে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে তার আত্মীয়-স্বজন ও বিএনপি নেতাকর্মীরা চিকিৎসার দায়িত্ব নেন। তিনি দীর্ঘ ৬ মাস আইসিইউতে এবং প্রায় ২ বছর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

গত কয়েকদিন আগে সোস্যাল মিডিয়ার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি গোছরে চুট্টুর বিষয়টি আসলে তিনি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অভিহিত করে। কেন্দ্রীয় যুবদল লক্ষ্মীপুরে জেলা যুবদলকে নির্দেশনা করায় লক্ষ্মীপুর জেলা যুবদল আব্দুল মান্নান চুট্টুর সাথে সাক্ষাত ও খোঁজখবর নেন এবং তারেক রহমানের নির্দেশে আব্দুল মান্নান চুট্টুর চিকিৎসা ব্যায় ভার ও আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে লক্ষ্মীপুর জেলা যুবদল তার পাশে থাকার অঙ্গীকার করেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, চুট্টু যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। বিএনপির সমাবেশ শেষে ফেরার পথে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় তিনি গুরুতর আহত হন। আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হওয়ার পর তিনি দীর্ঘ ৬ মাস আইসিইউতে এবং প্রায় ২ বছর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

লক্ষ্মীপুর জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, চুট্টুর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। কেন্দ্রীয় যুবদলের মাধ্যমে তারেক রহমান তার যাবতীয় খোঁজখবর নিয়েছেন। চুট্টুর চিকিৎসা করানোর ব্যবস্থা করেছেন। আমরাও যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার নির্দেশে তার খোঁজ খবর নিয়েছি এবং তার চিকিৎসা ব্যায় ভার ও আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে কাজ করছি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমদ, চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, সদস্য সচিব আবদুল মুকিত সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক মেম্বার, সদর পূর্ব যুবদলের সদস্য সচিব কাজী বেল্লাল  হোসেন, লক্ষ্মীপুর পৌর যুবদলের দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) আবদুল আজিজ মিশুসহ চন্দ্রগঞ্জ থানা যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×