লক্ষ্মীপুরে বিয়ের দাওয়াতে এসে কাভার্ডভ্যান চাপায় শিশুর মৃত্যু


লক্ষ্মীপুরে বিয়ের দাওয়াতে এসে কাভার্ডভ্যান চাপায় শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিয়ের দাওয়াতে এসে কাভার্ডভ্যান চাপায় চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ফ্লোরিডা ফিলিং স্টেশনের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহিয়া সদর উপজেলার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামের আইয়ুব মিয়া বাড়ির মো. সোহেলের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু তাহিয়া তার পরিবারের সঙ্গে চন্দ্রগঞ্জ বাজারের রাজ মুকুট কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে আসেন। ঘটনার সময় দুষ্টামি করতে গিয়ে সড়কে ওপর চলে যায় সে। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল বলেন, ঘটনার পর পরই কাভার্ডভ্যান রেখে পালিয়ে যায় চালক। এজন্য চালককে আটক করা যায়নি। তবে কাভার্ডভ্যান জব্দ রয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার শিশুর পরিবার মামলা করবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×