রাজশাহীতে পুঠিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৩৩ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহীর পুঠিয়ায় রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকার সন্দেহে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত এক নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কান্দ্রা এলাকা থেকে রাশেদুল ইসলাম স্বরণ নামের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তাকে আদালতে তোলা হবে।
স্বরণ কান্দ্রা গ্রামের বাসিন্দা ও মৃত সৈয়দ শাহজামাল আলীর ছেলে। তিনি পুঠিয়া পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। তবে সংগঠনটির বর্তমান কমিটি নিষিদ্ধ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘স্বরণ তার দলের নেতাকর্মীদের সংগঠিত করে রাষ্ট্রবিরোধী তৎপরতার পরিকল্পনা করছিলেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করতেই তাকে আটক করা হয়েছে।’
পুলিশ সূত্রে জানা যায়, স্বরণ বেশ কিছুদিন ধরেই সংগঠনের মধ্যে নেতাকর্মীদের একত্রিত করার চেষ্টা করছিলেন। তাদের সমন্বয়ে নাশকতামূলক কোনো কার্যক্রমের প্রস্তুতি চলছিল বলেও সন্দেহ করা হচ্ছে।