লক্ষ্মীপুরে ওষুধের দোকানে মদ বিক্রি, বাবা-ছেলেসহ আটক ৩


লক্ষ্মীপুরে ওষুধের দোকানে মদ বিক্রি, বাবা-ছেলেসহ আটক ৩

লক্ষ্মীপুরে ওষুধের দোকানে মদ বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর থানা রোড এলাকায় জয় ফার্মায় ও এর পেছনে অবস্থিত বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন - ফার্মেসির মালিক কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা ও কর্মচারী শ্রী ধাম বাছার। এ সময় ২৩ লিটার মদ জব্দ করা হয়।

আটক কিশোর কুমার সাহা লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী ও পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা এবং শ্রীধাম বাছার চাঁদপুরের হাইমচর এলাকার মৃত অনিল চন্দ্র বাছারের ছেলে।

সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিশোর কুমার অবৈধভাবে থানারোড এলাকায় মদ বিক্রি করে আসছেন। তারা বাড়ির সামনেই তাদের ওষুধের দোকানে রেখে মদ বিক্রি করে আসছিলেন। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের লোকজনের মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে আটক কিশোর কুমার সাহা শহরের প্রবেশমুখ উত্তর তেমুহনী এলাকায়ও দীর্ঘদিন ধরে দেশি মদের দোকান পরিচালনা করে আসছে। নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ রয়েছে। দোকানটিকে কেন্দ্র করে আশপাশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন। সচেতন মহলের মতে, প্রকাশ্যে মদ বিক্রি তরুণ সমাজকে আসক্তির দিকে ঠেলে দিচ্ছে।

স্থানীয়রা দ্রুত এ ধরনের মদ ব্যবসা নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা আশা করছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×