ববিতে ফুটবল ম্যাচে সংঘর্ষ, ভিসিসহ আহত ১৪
- বরিশাল প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৫০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে উপাচার্যসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডের নবনির্মিত বিটাক ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেলে ফুটবল ম্যাচ চলাকালে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মার্কেটিং বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল ফয়সালের কথা কাটাকাটি হয়। পরে ফয়সাল বিষয়টি তার ব্যাচের গ্রুপে জানালে আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে ছুটে আসে। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়, এতে তিনজন আহত হন।
এ ঘটনার পর উভয় বিভাগের শিক্ষার্থীরা আলাদা দলে ভাগ হয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী এই পরিস্থিতিতে পুরো ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষ থামাতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম ঘটনাস্থলে গেলে ইটপাটকেলের আঘাতে তিনিও আহত হন। সহকারী প্রক্টর আলমগীর হোসেন এবং প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। আগামীকাল দুই বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বৈঠক করে সমাধানের চেষ্টা করা হবে।