নতুন বাংলাদেশ গড়তে জনগণ জামায়াতে ইসলামীকে বেছে নেবে: হেলাল


নতুন বাংলাদেশ গড়তে জনগণ জামায়াতে ইসলামীকে বেছে নেবে: হেলাল

দেশের জনগণ এবার একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর আস্থা রাখবে - এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বরিশালের টাউনহল অডিটোরিয়ামে আয়োজিত মহানগর জামায়াতের যুব বিভাগের নির্বাচনী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, "দেশের জনগণের পালস বুঝতে হবে। দেশের জনগণ আর একটি ফ্যাসিবাদ কোনো অবস্থাতেই মেনে নেবে না। যার প্রমাণ হলো- বৃহৎ ক্যাম্পাসসমূহে নির্বাচন, সমস্ত চাপ উপেক্ষা করে দল মত ধর্ম-বর্ণ নির্বিশেষে যুব সমাজ পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। আগামী নির্বাচনে অনেকে মেকানিজম করার কথা চিন্তা করছে। আমরা বলতে চাই এই যুব সমাজ কোনো রক্তচক্ষু মেনে নেবে না।"

হেলাল আরও বলেন, "লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, জুলাই সনদ বাস্তব, গণহত্যাকারীদের বিচার করে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে হবে। রাসুলের সব গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন যুবক। যুবকদের হাত ধরেই তিনি একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করলেন। বাংলাদেশর যুবকরা যখন রাস্তায় নামে তখন হাসিনার মত স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।"

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জাফর ইকবাল এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি অ্যাডভোকেট কাওসার হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান। এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শফিউল্লাহ তালুকদার, যুব নেতা আবু বকর সিদ্দিক, বায়জীদ বোস্তামী, গাজী মিজানুর রহমান ও হাসিবুর রহমান অনিক।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×