রাজশাহীর পরিবেশ রক্ষার দাবিতে ২ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাপা
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:১৩ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহীর পরিবেশ ও জলাশয় সংরক্ষণের জন্য বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখা রবিবার (৭ সেপ্টেম্বর) দুই মন্ত্রণালয়ের উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেছে। জেলা প্রশাসকের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয় ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা।
স্মারকলিপিতে বলা হয়েছে, সবুজ ও পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত রাজশাহী বর্তমানে পরিবেশ দূষণ, অনিয়মিত নগরায়ণ ও জলাশয় ভরাটের কারণে বিপজ্জনক অবস্থার মুখে পড়েছে। শহরে বর্জ্য ব্যবস্থাপনার অভাব, অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল, রাসায়নিক সার ও প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার বায়ুদূষণ বাড়াচ্ছে। পাশাপাশি ভাঙাচোরা ড্রেনেজ ব্যবস্থা মশা-মাছির বৃদ্ধি এবং শ্বাসকষ্টজনিত রোগের ঝুঁকি তৈরি করছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হচ্ছে। নবায়ন না হলে রাজশাহীর জলবায়ু ও পরিবেশ মারাত্মক হুমকিতে পড়বে। বরেন্দ্র অঞ্চলে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে পানির স্তর দ্রুত কমছে, যা কৃষি ও গৃহস্থালিতে সংকট এবং মরুকরণের ঝুঁকি বৃদ্ধি করছে।
এছাড়া, পুকুর ও জলাশয়ের সঠিক ব্যবস্থাপনার অভাবে সেগুলো মশা ও ক্ষতিকর জীবাণুর প্রজনন কেন্দ্র হিসেবে রূপ নিয়েছে। সেপটিক ট্যাংক ও সোকওয়েল সংযোগ, কৃত্রিম মাছ চাষের খাদ্য প্রয়োগ এবং নোংরা পানির কারণে সমস্যাটি আরও প্রকট। স্মারকলিপিতে দ্রুত উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, জলাশয় সংরক্ষণ, সঠিক পানি ব্যবস্থাপনা এবং সমন্বিত পরিবেশবান্ধব নগর পরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাপার জেলা সভাপতি জামাত খান, কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন, রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মাহমুদ হাসান, সাবেক ছাত্রনেতা সম্রাট রায়হান, সহসভাপতি সেলিনা বেগম, ওয়েবের সভাপতি আনজুমারা খাতুন লিপি, সাবেক ছাত্রনেতা জাহিদ হাসান, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক গোলাম নবী রনি, প্রকৌশলী আনিসুর রহমান, নারীনেত্রী রাশেদা বেগম এবং ব্যবসায়ী বাবলু রহমানসহ অনেকে।