প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন: অ্যাটর্নি জেনারেল


প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন: অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন। আইনজীবীদের প্রতি আদালতের সম্মান নিশ্চিত করা সকলের দায়িত্ব।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতিতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের প্রধান বিচারপতি যখন আসীন হলেন, আমি বলেছিলাম, কোনো আইনজীবী যেন বিচারকের দ্বারা অসম্মানিত না হয়। প্রায় ৮০ হাজার আইনজীবী আপনার আদালতের কর্মকর্তা। বিচারকের আচরণের কারণে যদি মানুষের মধ্যে আদালতের প্রতি অনাস্থা তৈরি হয়, তাহলে সেই বিচারক আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হবেন।

মো. আসাদুজ্জামান আরও বলেন, কিছু বিচারকের আচরণের কারণে দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষ অনাস্থা প্রকাশ করেছে। উদাহরণস্বরূপ বিচারপতি খাইরুল হক, সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মানিকের সময়কালে এমন পরিস্থিতি দেখা গেছে। আমরা আইনজীবীদের জন্য সতর্ক প্রহরী হিসেবে কাজ করে যাব।

তিনি নোয়াখালী জেলার গুরুত্ব ও তার আইনজীবী সম্প্রদায়ের অবদানের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, নোয়াখালী দেশের অন্যতম সম্পদশালী জেলা। এখানে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষা শহীদ আব্দুস সালামসহ অসংখ্য কৃতি সন্তান জন্মেছেন। ব্যারিস্টার মওদুদ আহমেদের কাছ থেকেও আমরা আইনি লড়াইয়ের শিক্ষা নিয়েছি।

সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আমির হোসাইন বুলবুলের সঞ্চালনায় বিএনপি ও জামায়াতের নেতা ও আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×