লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জামায়াত নেতাকে হত্যা, আটক ২


লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জামায়াত নেতাকে হত্যা, আটক ২

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হামলায় সানোয়ার হোসেন (৩০) নামে জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতি নিহত হয়েছেন। শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সানোয়ার হোসেন এক সন্তানের জনক এবং জামায়াতে ইসলামীর স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন। হামলায় সানোয়ারের মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সানোয়ার হোসেনের সঙ্গে তার চাচা কামাল হোসেনের জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে সানোয়ার পুকুরঘাটে গেলে হঠাৎ চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা লাঠি ও শাবল দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় সানোয়ার ঘটনাস্থলেই মারা যান।

নিহতের স্ত্রী আরজিনা আক্তার তন্বী বলেন, 'চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি, আমার স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখনও চাচা কামাল হোসেন এবং তার ছেলে রাকিব ও রাহাত আমার শ্বাশুড়ি ও দেবরকে মারধর করছিল।' আহত হাসিনা বেগম অভিযোগ করে বলেন, 'দেবর কামাল হোসেন ও তার ছেলেরা প্রায়ই আমাদের হুমকি দিত। আজ তারা শাবল দিয়ে মাথায় আঘাত করে আমার ছেলেকে হত্যা করেছে।'

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্ত কামাল হোসেনের দুই ছেলে রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) কে আটক করেছে। রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, 'পারিবারিক বিরোধের বলি হলেন আমাদের সহকর্মী সানোয়ার হোসেন। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।'

রামগঞ্জ থানার ওসি মো. আবদুল বারী বলেন, 'পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ইতি মধ্যে দুজনকে আটক করা হয়েছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।'

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×