নুরের ওপর হামলার বিচার ও জাপা কে নিষিদ্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ
- বরিশাল প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৫৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানান।