চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

কোপানোর পর ছাদ থেকে ফেলে দেওয়া হয় দুই শিক্ষার্থীকে


কোপানোর পর ছাদ থেকে ফেলে দেওয়া হয় দুই শিক্ষার্থীকে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা গেছে, দুই শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একটি ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়। তাদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে, তার নাম রাজিউর রহমান রাজু। তিনি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র।

৫০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট পরা দুই শিক্ষার্থীকে সাত-আটজন ব্যক্তি ছাদে মারধর করছে। তাদের মধ্যে একজন ধারালো রামদা দিয়ে কুপাচ্ছে। একপর্যায়ে শিক্ষার্থীদের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয় এবং পরে তাদের ওপর ছাদ থেকে ইট নিক্ষেপ করা হয়।

অন্য একটি এক মিনিটের ভিডিওতে দেখা গেছে, ২ নম্বর গেটের পাশে একটি ধানক্ষেতে বসে থাকা এক শিক্ষার্থীর ওপর তিন-চারজন ব্যক্তি রামদা নিয়ে হামলা চালায়। তারা ওই শিক্ষার্থীকে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে।

একটি দুই মিনিটের ভিডিওতে দেখা গেছে, একটি বাসার সামনের সড়কে এক শিক্ষার্থীকে রামদা দিয়ে কুপাচ্ছে জোবরা গ্রামের একজন স্থানীয় বাসিন্দা। সঙ্গে থাকা আরেক ব্যক্তি লাঠি দিয়ে তাকে মারধর করছে।

এই সহিংসতার সূত্রপাত হয় শনিবার রাত সাড়ে ১২টার দিকে, যখন একটি ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এরপর বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে, যা রোববার দুপুর পর্যন্ত চলে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ তানভীর হায়দার আরিফ বলেন, “আগেও অনেকবার শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের বিরোধ হয়েছে। কিন্তু এভাবে রামদা দিয়ে গণহারে আক্রমণের ঘটনা এটিই প্রথম। রামদাসহ অস্ত্রশস্ত্র নিয়ে যারা হামলা করেছে তাদের ভিডিও ফুটেজ দেখে আইনের আওতায় আনা হবে।”

এই ঘটনায় সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ১৮০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, তাদের পক্ষেও ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাটহাজারী উপজেলা প্রশাসন রোববার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×