রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করতে গিয়ে এসআই গুলিবিদ্ধ


রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করতে গিয়ে এসআই গুলিবিদ্ধ

রাজশাহীর কাটাখালী থানায় অস্ত্র পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়ারেস আলী। বুধবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ এসআই ওয়ারেস আলী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানায় কর্মরত। গুলি তার ডান পায়ের হাঁটুর ওপরে লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, “আমরা শুনেছি বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওয়ারেস আলী নামের এক পুলিশের এসআই নিজের ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত ডান পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।”

ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×