শিক্ষককে ছুরিকাঘাত করে টিসি দেওয়ার প্রতিশোধ নিল ছাত্রী


শিক্ষককে ছুরিকাঘাত করে টিসি দেওয়ার প্রতিশোধ নিল ছাত্রী

রাজশাহীতে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার ক্ষোভ থেকে এক ছাত্রী শিক্ষককে ছুরিকাঘাত করেছে। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক মারুফ কারখী (৩৪) ওই প্রতিষ্ঠানের বাংলা বিভাগের সহকারী শিক্ষক। হামলায় তার ঘাড় ও হাতে আঘাত লাগে।

হামলাকারী ছাত্রীর বয়স আনুমানিক ১৬ বছর। ২০২৩ সালে ‘উচ্ছৃঙ্খল আচরণের কারণে’ তাকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে টিসি দেওয়া হয়। বর্তমানে সে বিজিবি পরিচালিত শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলে দশম শ্রেণিতে পড়ছে।

বিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, টিসি দেওয়ায় মেয়েটির ক্ষোভ ছিল। শুধু শিক্ষক মারুফ কারখীর বিরুদ্ধেই নয়, পুরো স্কুলের শিক্ষক-কর্মকর্তাদের প্রতিই তার বিরূপ মনোভাব ছিল। যেকোনো শিক্ষককে লক্ষ্য করে হামলা করার পরিকল্পনা করেছিল সে। দুর্ভাগ্যক্রমে সেদিন মারুফ কারখী তার টার্গেটে পড়েন।

তিনি আরও বলেন, দুপুরে স্কুল ছুটি হওয়ার সময় মারুফ কারখী স্কুটি নিয়ে বাসায় ফিরছিলেন। ওই ছাত্রী স্কুলের সামনে দাঁড়িয়ে সাহায্যের ভান করে ডাকতে থাকে। শিক্ষক কাছে যেতেই হঠাৎ গলায় ছুরি চালানোর চেষ্টা করে। হাত দিয়ে ঠেকাতে গিয়ে শিক্ষকের ঘাড়ের পাশাপাশি হাতও কেটে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে আটক করে এবং আহত শিক্ষককে দ্রুত রাজশাহীর সিএমএইচে নেওয়া হয়। সেখানে তিনটি সেলাই দেওয়ার পর তাকে বাসায় পাঠানো হয়।

ঘটনার পর ছাত্রীর অভিভাবককে ডেকে জানানো হয় বিষয়টি। পরে স্কুলের তিনজন কর্মচারী মেয়েটিকে পরিবারের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে ঘটনার পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মেয়েটি সেনাবাহিনীকে উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালাগাল করছে।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে স্কুলের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল নাঈম আব্দুল্লাহ গণমাধ্যমে কোনো মন্তব্য করবেন না বলে তার পিএ আব্দুর রউফ হোসেন জানিয়েছেন।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হলেও স্কুল কর্তৃপক্ষ পুলিশকে ভেতরে ঢুকতে দেয়নি। তারা জানিয়েছে, বিষয়টি নিজেরাই সমাধান করবেন। থানায় কোনো অভিযোগও করা হয়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×