বরিশালে মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা


বরিশালে মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন রনির বিরুদ্ধে নতুন মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের কর্মচারী বাহাদুর সিকদার।

মামলায় রনিকে একমাত্র নামধারী আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় ৮০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

এজাহারে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে রনির নেতৃত্বে অজ্ঞাত ব্যক্তিরা বিভিন্ন দাবিতে শেবাচিম হাসপাতাল এলাকায় আন্দোলন চালাচ্ছেন। এর ধারাবাহিকতায় রোববার বেলা আড়াইটার দিকে রনির নেতৃত্বে আন্দোলনকারীরা হাসপাতালের চিকিৎসক ডা. দিলিপ রায়ের পথরোধ করে তাকে মারধর করেন। সেই সময় বাদী বাহাদুর সিকদারও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাকেও প্রহারের শিকার হতে হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, রনি লোহার পাইপ দিয়ে বাহাদুরের মাথায় আঘাত করেন। পরে অন্যান্য কর্মচারীরা এগিয়ে এসে তার প্রাণ রক্ষা করেন। এসময় আন্দোলনকারীরা ইটপাটকেল ছুড়ে রোগীদের স্বজনসহ কয়েকজন কর্মচারীকে আহত করেন।

উল্লেখ্য, এর আগে গত ১৪ আগস্ট শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়ের চন্দ্র শীল বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় আরেকটি অভিযোগ করেছিলেন। যদিও সেটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়নি। সেই অভিযোগে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় মহিউদ্দিন রনি, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং আরও ৪২ জনকে নামধারী আসামি করা হয়েছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×