অসুস্থ ছাত্রদল নেতা বাপ্পীর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৩৮ পিএম, ১৮ আগস্ট ২০২৫
.png)
লক্ষ্মীপুরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় থাকা ছাত্রদল নেতা সুলতান বাপ্পীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নেতাকর্মীদের নিয়ে বাপ্পীর বাড়ি রমারখিল, দত্তপাড়া ইউনিয়নে যান। এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ভিডিও কলের মাধ্যমে বাপ্পীর সঙ্গে কথা বলেন।
জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, বাপ্পীকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। এই অবস্থায় পরিবার গত চার বছর ধরে তাকে শেকলবন্দি রেখেছে। সম্প্রতি বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় এবং তা বিএনপির নজরে আসে।
জেলা ছাত্রদলের নেতারা জানিয়েছেন, বাপ্পীকে মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার সব ব্যবস্থা করেছেন।
বাপ্পী সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক। তিনি রমারখিল গ্রামের আইশার বাড়ির আব্দুল লতিফ সরকারের ছেলে। তার ভাই মো. ছোলায়মান জানিয়েছেন, ২০২১ সালে খালেদা জিয়ার সুস্থতার জন্য মিলাদ মাহফিল আয়োজনের পর বাপ্পীর ওপর হামলা চালানো হয়। সেই সময় তিনি মাথায় আঘাত পান।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, বাপ্পী ছাত্রদলের সক্রিয় নেতা ছিলেন। খালেদা জিয়ার দোয়া কামনায় মসজিদে মিলাদ মাহফিলে হামলার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। মানসিক ভারসাম্যহীনতার কারণে তাকে শেকল দিয়ে রাখা হতো। দীর্ঘদিন শয্যাশায়ী অবস্থায় থাকার ফলে কোমর থেকে নিচের অংশে ক্ষতও হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, বাপ্পীর বিষয়টি আমাদের নজরে এসেছে। তারেক রহমান যাবতীয় খোঁজখবর নিয়ে তাকে ঢাকায় এনে চিকিৎসা করানোর ব্যবস্থা করেছেন। এটি ইতিবাচক পদক্ষেপ।