রাজশাহীতে তিন থানার ওসিসহ ৭ পুলিশ কর্মকর্তা একযোগে বদলি


রাজশাহীতে তিন থানার ওসিসহ ৭ পুলিশ কর্মকর্তা একযোগে বদলি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তিন থানার ওসিসহ সাত কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।

বদলির আদেশ অনুযায়ী, নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ এবং রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলামকে আরএমপি সদর দফতরের ওআর শাখায় সংযুক্ত করা হয়েছে।

চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদকে বোয়ালিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজপাড়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন পদায়নের অপেক্ষায় থাকা পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান।

এছাড়া, চন্দ্রিমা থানার নতুন ওসি হিসেবে পদায়ন হয়েছেন মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মেহেদী মাসুদ। বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে বদলি করে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পদায়নের অপেক্ষায় থাকা আরএমপির পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকীকে বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, এটি পুলিশের নিয়মিত বদলি। ইউনিট প্রধান হিসেবে কমিশনার প্রয়োজন অনুযায়ী যাকে যেখানে উপযুক্ত মনে করেন, সেখানে দায়িত্ব দেন। ইউনিটকে গতিশীলভাবে পরিচালনার জন্যই এই বদলি করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×