নোয়াখালীতে চাঁদা না পেয়ে প্রবাসীর আঙুল কেটে নিল দুর্বৃত্তরা
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশঃ ১০:১১ পিএম, ১৬ আগস্ট ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চাঁদার টাকা না পেয়ে এক প্রবাসীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এতে তার একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাঁ হাতের কবজি গুরুতর জখম হয়। শনিবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকায় কন্ট্রাক্টর পোলের সামনে এ ঘটনা ঘটে।
আহত মো. সালাউদ্দিন (৩২) আলীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সালাউদ্দিনের মামা আবদুল কাদের অভিযোগ করেন, সালাউদ্দিন তার মায়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় থাকতেন এবং দেশে ফিরে সম্পত্তি বিক্রি করলে স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে বিরোধে জড়িয়ে পড়েন। পরে নিরাপত্তার জন্য কন্ট্রাক্টর পোল এলাকায় বাসা ভাড়া নেন।
আবদুল কাদের বলেন, শনিবার সকালে বাসা থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে জয়নাল আবেদিন স্কুল এলাকায় দুর্বৃত্তরা রিদনের গতিরোধ করে তাকে কুপিয়ে আহত করে। এসময় তারা তার হাত জখম করে এবং কনিষ্ঠ আঙুল কেটে নেয়। তারা তার কাছ থেকে পাঁচ লাখ টাকা, একটি মোবাইল এবং মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, ‘‘হামলার শিকার ব্যক্তিকে আমি নিজে দেখেছি। কবজি কাটা হয়নি, ধারালো অস্ত্রে গুরুতর জখম করা হয়েছে। তবে ধারালো অস্ত্রের আঘাতে একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।’’ তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।