নোয়াখালীতে ভুয়া র‌্যাব আটক করেছে আসল র‌্যাব-১১


নোয়াখালীতে ভুয়া র‌্যাব আটক করেছে আসল র‌্যাব-১১

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ভুয়া র‍্যাব পরিচয়ধারী এক যুবককে আটক করেছে র‍্যাব-১১। গ্রেফতারের সময় তার কাছ থেকে নগদ ১ লাখ ১২ হাজার ৪০০ টাকা, ভুয়া আইডি কার্ড এবং বিভিন্ন জাল সার্টিফিকেট জব্দ করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শুক্রবার (১৫ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে উপজেলার চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. ইয়াসিন হোসেন (২৫), সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের হাজী আব্দুল মুন্সীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরিফ হোসেন (২১) নামে এক শিক্ষার্থীকে চাকরির প্রলোভন দেখিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করেছিল ইয়াসিন। নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে সে শিক্ষার্থীকে জানায়, তিনি ঢাকায় কর্মরত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সহকারী কাস্টমস পদে নিয়োগ দিতে পারবেন। মোবাইলে র‍্যাবের পোশাক পরিহিত ছবি দেখিয়ে এবং খালাতো ভাই মিরাজসহ দুই ধাপে শিক্ষার্থীর কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়।

মিঠুন কুমার কুণ্ডু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা হয়েছে। উদ্ধারকৃত মালামালসহ আসামিকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×