সাতক্ষীরায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু


সাতক্ষীরায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু

বর্ষা মৌসুমে বাড়ির পাশে জমে থাকা ডোবায় পড়ে সাতক্ষীরায় দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বাউকোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আলিফ হোসেন। তার বাবা জাহাঙ্গীর আলম।

স্থানীয়রা জানান, আলিফ মায়ের সঙ্গে পাশের বাড়িতে গিয়েছিল। মা প্রতিবেশীদের সঙ্গে কথা বলছিলেন, এসময় শিশুটি খেলতে খেলতে পাশে থাকা একটি ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে মা চারপাশে খোঁজ শুরু করেন।

একপর্যায়ে ডোবার পানিতে শিশুর মাথা ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে দায়িত্বরত চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে গ্রামে অনেক স্থানে ডোবা ও গর্তে পানি জমে থাকে। এগুলো ঘেরা না থাকার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

তারা বলেন, অভিভাবকদের আরও সচেতন হওয়ার পাশাপাশি বাড়ির আশপাশের ডোবা, গর্ত ও পুকুরগুলো নিরাপদ রাখতে হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×