
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মো. মিজানুর রহমান বলেছেন, “যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নেই।”
সম্প্রতি কায়েমপুর ইউনিয়নের স্বরুপপুর কাশিনাথপুরে আয়োজিত একটি মসজিদের ইসলামি জলসায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল আব্দুল মজিদ হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার উন্নয়ন।
শনিবার (১০ জানুয়ারি) তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে মিজানুর রহমানকে বলতে শোনা যায়, “আমি অনুরোধ করতে চাই কোরআন আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য সবাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন।”
ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। মুহূর্তের মধ্যে হাজারো মন্তব্য আসে, পক্ষে ও বিপক্ষে।
এ বিষয়ে মিজানুর রহমান জানান, “আমি মাস দুয়েক আগে ওই জলসায় বক্তব্য দিয়েছি। তবে ভিডিওতে যেভাবে কেটে জোড়া লাগানো হয়েছে, আমি সেভাবে বলিনি। আমি বলেছি, সবাইকে কোরআনের পথে আসা বাঞ্চনীয়।”
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “জামায়াতে ইসলামী বরাবরই ধর্মকে ব্যবহার করে। তাদের নামেই ইসলাম আছে, তাই তারা ধর্মকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে চায়। যারা দ্বীনি আলেম তারা এ কারণে জামায়াতকে পছন্দ করে না। ইসলামি জলসায় মানুষ কোরআন-হাদিসের শিক্ষা শোনার জন্য আসে; সেখানে রাজনৈতিক বক্তব্য দেওয়াটা সমীচীন নয়।”