
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থীকে নির্বাচনী জনসভার আয়োজনের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে স্থান ও সময়ের তথ্য স্থানীয় পুলিশকে জানাতে হবে। এই নিয়মটি সোমবার (১২ জানুয়ারি) তথ্য অধিদপ্তরের প্রচারণার মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা হয়েছে।
তথ্য অধিদপ্তর ‘নির্বাচনী আচরণবিধি: কী করা যাবে, কী যাবে না’ শীর্ষক প্রচারণার অংশ হিসেবে এ নির্দেশনা জানাচ্ছে। প্রচারণায় আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো নির্বাচনী এলাকার প্রার্থী বা তার পক্ষে একাধিক জনসভায় একসঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না। তবে সাধারণ প্রচারণার ক্ষেত্রে মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহারের ওপর এই বিধি প্রযোজ্য হবে না।