
কুড়িগ্রামের রৌমারী উপজেলার আন্তর্জাতিক সীমান্তে গুলির ঘটনায় এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর বিরুদ্ধে।
ঘটনা ঘটে রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্ত, পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায়। আটক যুবকের নাম আলী (২৫)। তিনি রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, গভীর রাতে খাটিয়ামারীতে ২০-২৫ জনের একটি চোরাকারবারি দল নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে চলে যায়। তারা ভারতের কাঁটাতারের ওপর দিয়ে গরু, জিরা, মাদক ও কাপড় পারাপার করছিল। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা লক্ষ্যভেদে গুলি ছোড়ে এবং আলীকে ধরে নিয়ে যায়।
বিজিবি জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “পরিবার থেকে এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি। তবে আমরা বিভিন্ন সূত্র থেকে খবর শুনতে পারছি। এ বিষয়ে বিএসএফকে জানানো হয়েছে, কিন্তু এখনো তাদের পক্ষ থেকে কোনো উত্তর মেলেনি।”