মানিকগঞ্জে আ.লীগ নেতার খামার থেকে টাকার গরু লুট


মানিকগঞ্জে আ.লীগ নেতার খামার থেকে টাকার গরু লুট

মানিকগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. উজ্জল হোসেনের খামারে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ভোরের অন্ধকারে তার জামেলা ডেইরি ফার্ম থেকে পাঁচটি অস্ট্রেলিয়ান গরু লুট করে নিয়ে গেছে।

বুধবার (১৩ আগস্ট) ভোরে পৌরসভার নয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও খামারের কর্মচারীদের তথ্য অনুযায়ী, ১০-১৫ জনের একটি সশস্ত্র দল ফার্মে হানা দেয়। তাদের হাতে দেশীয় অস্ত্রের পাশাপাশি পিস্তলও ছিল। হামলাকারীরা খামারের কর্মচারী লিটন, শ্যাম মিয়া ও মুকুলকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে একটি বড় পিকআপে করে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের গরুগুলো নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্রসহ উপস্থিত থাকায় কেউ সাহস করে বাধা দিতে পারেননি।

খামার মালিক উজ্জল হোসেন অভিযোগ করে বলেন, “সদর উপজেলার বিভিন্ন খামারে এর আগেও গরু লুটের ঘটনা ঘটেছে। এতে খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।” তিনি দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

ঘটনার খবর পেয়ে সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, ভুক্তভোগীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×