আবারও ছাত্র-জনতার ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি ঘোষণা
- বরিশাল প্রতিনিধি
- প্রকাশঃ ১০:০১ পিএম, ১১ আগস্ট ২০২৫

বরিশাল শেবাচিম হাসপাতাল পরিদর্শনের জন্য স্বাস্থ্য উপদেষ্টার অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে তিন দফা দাবির পক্ষে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হলেও ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতা। সোমবার (১১ আগস্ট) বরিশাল নগরীর ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনের মুখপাত্র মহিউদ্দিন রনি।
গত রোববার সাড়ে পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে স্বাস্থ্য উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল আন্দোলনকারীরা। আল্টিমেটামে বলা হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে শেবাচিম হাসপাতাল এসে অনিয়ম-দুর্নীতির তদন্ত শেষে সংস্কারের স্পষ্ট আশ্বাস দিতে হবে। তবে সময়সীমা পেরিয়ে গেলেও তিনি উপস্থিত হননি।
মহিউদ্দিন রনি বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরেই অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি এবং স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভাঙার দাবিতে আমরা দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছি। রোববার স্বাস্থ্য উপদেষ্টাকে সরাসরি শেবাচিমে আসতে বলেছিলাম, কিন্তু তিনি আসেননি। তাই এবার ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, বরিশালবাসীর আর্তনাদ এখনো মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি। যদি হাসপাতালের দুর্নীতি, অবহেলা অব্যাহত থাকে, আমাদের আন্দোলন আরও কঠোর হবে।
এদিন দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর সংবাদ সম্মেলনে বলেন, আমাদের মূল লক্ষ্য হাসপাতালের সেবার মান উন্নত করা এবং রোগী সন্তুষ্টি নিশ্চিত করা। ছাত্র-জনতার আন্দোলন নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা, সহকারী উপদেষ্টা, সচিব ও ডিজি’র সঙ্গে ইতোমধ্যেই আলোচনা হয়েছে। তারা বরিশালের স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করছেন এবং সময় দিতে হবে।
তিনি আরও জানান, অচিরেই দেশে ৩ হাজার চিকিৎসক ও ৩২শ নার্স নিয়োগ দেওয়া হবে, যাদের মধ্যে শেবাচিম হাসপাতাল তুলনামূলক বেশি পাবে। এমআরআই মেশিন, ক্যাথল্যাব ও সি-আর্ম মেশিনও দ্রুত সরবরাহ করা হবে। মশিউল মুনীর বরিশালবাসীর কাছে তিন মাস সময় দাবি করেন।
বরিশাল এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার জানান, “তিন দফা দাবিতে আজও শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিল, তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গত ১৬ দিন ধরে বরিশালে তিন দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ছাত্র-জনতা। রোববার সাড়ে পাঁচ ঘণ্টা, শনিবার আড়াই ঘণ্টা, শুক্রবার সাত ঘণ্টা এবং বৃহস্পতিবার আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধের মধ্যে দিয়ে তারা তাদের দাবি জানিয়ে আসছে।