রেস্টুরেন্টে পিস্তল নিয়ে তরুণ-তরুণীর খুনসুটির ভিডিও ভাইরাল


রেস্টুরেন্টে পিস্তল নিয়ে তরুণ-তরুণীর খুনসুটির ভিডিও ভাইরাল

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একটি রেস্টুরেন্টে বসে থাকা এক তরুণ ও তরুণীর পিস্তল হাতে খুনসুটির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যায়, এক তরুণী এবং আরও দুই তরুণ একটি খাবারের টেবিল ঘিরে বসে আছেন। তাদের মধ্যে এক তরুণকে শনাক্ত করেছে পুলিশ। তার নাম সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ (১৮), যিনি শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের বাসিন্দা। ভিডিওটি গত বৃহস্পতিবার ফেসবুকে ভাইরাল হয়, যা দেখা মাত্রই উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই।

দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, খাবারের টেবিলে বসে থাকা অবস্থায় সাজ্জাদ একটি রুপালি রঙের পিস্তল তরুণীর হাতে তুলে দেন। তরুণীটি সেটি নিয়ে তার দিকে তাক করে ধরে। সাজ্জাদও পিস্তল ছোড়ার অঙ্গভঙ্গি করে তার সঙ্গে ঠাট্টা করেন। এক পর্যায়ে তরুণীটি পিস্তলটি লোড করতে চেষ্টা করলেও সফল হন না। পরে সাজ্জাদ তার পাশে গিয়ে পিস্তলটি লোড করে দেন এবং দুজনে মিলে আরও কিছুক্ষণ খুনসুটি করেন।

ভিডিওটি যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধারণ করা হয়েছে, এমন ইঙ্গিতও পাওয়া যায়। ক্যামেরার দৃষ্টিভঙ্গি দেখে বোঝা যায়, তারা যে টেবিলে বসে ছিলেন, তার বিপরীত পাশ থেকে কেউ ভিডিওটি ধারণ করেছে, সম্ভবত তাদের জ্ঞাতসারে।

ঘটনা নিয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, “এটি পুরোনো একটি ভিডিও। কিছুদিন আগে একটি অপহরণ ও চাঁদাবাজির মামলায় সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি এখন কারাগারে আছেন। তবে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। ছড়িয়ে পড়া ওই ভিডিও যাচাই-বাছাই ছাড়া নিশ্চিত করা যাবে না এটি আসল নাকি নকল ছিল। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×