ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ায় ৩ মাসের কারাদণ্ড দিলেন ইউএনও
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৫৫ এম, ০৮ আগস্ট ২০২৫

নোয়াখালীর চাটখিল উপজেলায় ইয়াবা বিক্রির সময় সরাসরি হাতেনাতে ধরা পড়ে তিন মাসের কারাদণ্ড পেয়েছেন এক মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে এ রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন দুপুর তিনটার দিকে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টিনা গাজী পাটোয়ারী বাড়ির মোড়ে মাদক কেনাবেচার সময় নাজমুল আলম সুজনকে আটক করে চাটখিল থানা পুলিশ। সুজন মৌলভী বাড়ির মৃত নূরনবী বাচ্চু ড্রাইভারের ছেলে।
পুলিশ জানায়, উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই দণ্ডাদেশ প্রদান করেন।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক নিয়ন্ত্রণে সরকার যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, তা বাস্তবায়নে প্রশাসন কঠোরভাবে কাজ করে যাচ্ছে।”
স্থানীয়দের একাংশ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, জনস্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা হওয়া উচিত।