রাজশাহীতে রেললাইনে ভাঙনের পর আড়াই ঘণ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৫১ এম, ০৮ আগস্ট ২০২৫

রাজশাহীর নন্দনগাছীতে হঠাৎ করে রেললাইন ভেঙে পড়ার কারণে বৃহস্পতিবার রাতে কিছু সময়ের জন্য সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে বালুদিয়াড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটলে সাময়িক অচলাবস্থার সৃষ্টি হয়। তবে আড়াই ঘণ্টার মধ্যে রেললাইন মেরামত করে চলাচল স্বাভাবিক করে রেল বিভাগ।
ঘটনার বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শহীদুল ইসলাম জানান, “রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে নন্দনগাছী অতিক্রম করে। এরপর স্থানীয়রা রেললাইনে ফাটল দেখতে পেয়ে আমাদের খবর দেয়।”
রেল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন। শহীদুল ইসলাম বলেন, “রেললাইনে ভাঙ্গার খবর পাওয়ার পর থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে মেরামতের কাজ চলে, এরপর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।”
এই ঘটনায় ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস এবং খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ ছিল। রেললাইন মেরামতের পর এসব ট্রেনও তাদের নির্ধারিত গন্তব্যের দিকে রওনা দেয়।