গাজীপুরে জনতা জানালো পুলিশের বিভিন্ন সমস্যার কথা


গাজীপুরে জনতা জানালো পুলিশের বিভিন্ন সমস্যার কথা

গাজীপুর মহানগরে আয়োজিত এক ওপেন হাউজ ডে-তে জনসাধারণ সরাসরি পুলিশ কর্মকর্তাদের সামনে তুলে ধরলেন নিজেদের নানাবিধ সমস্যা ও দুর্ভোগের চিত্র। 'আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ'—এই স্লোগানে কোনাবাড়ী থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজন স্থানীয়দের আন্তরিক অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার কোনাবাড়ী নতুন বাজার এলাকায় এই সভাটি অনুষ্ঠিত হয়। পুলিশের উদ্দেশ্যে স্থানীয়রা তাঁদের ভোগান্তির কথা জানান এবং আশু প্রতিকার দাবি করেন। পুলিশ কর্মকর্তারা তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে সড়কে অটোরিকশার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। চালকেরা স্বেচ্ছাচারিতার সঙ্গে উল্টো পথে যানবাহন চালিয়ে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলছেন। এ ছাড়া, ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো পথচারীদের চলাচলে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে বলেও তারা অভিযোগ করেন। তারা মাদক, জুয়া, কিশোর গ্যাং এবং পারিবারিক সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ দাবি করেন।

জাতীয় গার্মেন্টস শ্রমিকজোট বাংলাদেশের কোনাবাড়ী থানা সভাপতি মো. আশরাফুজ্জামান বলেন, “কয়েকদিনের মধ্যে কোনাবাড়ি থানা এলাকায় কয়েকটি হত্যার ঘটনা ঘটেছে। চুরি ও ছিনতাই প্রতিদিনই হচ্ছে। আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। আমরা শ্রমিকদের নিরাপত্তা চাই।”

ওপেন হাউজ ডে-র সভাপতিত্ব করেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন, থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন, জামায়াতে ইসলামীর আমীর কবির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব প্রমুখ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান বলেন, “সমাজ থেকে অপরাধ দূর করতে হলে সবাইকে একত্রে কাজ করতে হবে। পুলিশ ও জনগণের মাঝে আস্থা ও পারস্পরিক যোগাযোগ গড়ে তোলার এই প্রয়াস অব্যাহত থাকবে।” তিনি পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবার সহযোগিতা কামনা করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×