নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা: দুর্ঘটনার কারণ জানালেন ওসি
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশঃ ০১:৩১ পিএম, ০৬ আগস্ট ২০২৫

ওমান ফেরত প্রবাসীকে আনতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিল তার পরিবার। ফিরছিল সবাই একসঙ্গে—ভরা মনে, আনন্দ নিয়ে। কিন্তু বাড়ি ফেরার সেই পথটাই হয়ে উঠল তাদের জীবনের শেষ যাত্রা। এক মর্মান্তিক দুর্ঘটনায় শেষ হয়ে গেল একটি পরিবারের সাতটি প্রাণ।
বুধবার (৬ আগস্ট) ভোর ৫টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদিশপুর এলাকায় চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের সাতজন। গুরুতর আহত হন আরও অন্তত পাঁচজন।
নিহতদের সবাই লক্ষীপুর জেলার হাজিপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের বাসিন্দা। তারা হলেন—প্রবাসী বাহর উদ্দিনের মা মোরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা (২৪), কন্যা মিম আক্তার (২), ভাবি লাবনী আক্তার (৩০), ভাতিজি রেশমী আক্তার (৮), লামিয়া (৯) এবং নানী ফয়জুন্নেসা (৮০)।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া দুর্ঘটনার কারণ সম্পর্কে জানান, "চালকের চোখে ঘুম থাকায় এ দুর্ঘটনা ঘটে।"
তিনি আরও বলেন, "দুর্ঘটনার পর থেকে মাইক্রোবাসচালক পলাতক রয়েছে। মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।"