নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা: পরিচয় জানা গেল নিহত ৭ জনের


নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা: পরিচয় জানা গেল নিহত ৭ জনের

একই পরিবারের সাত সদস্যের প্রাণ কেড়ে নিয়েছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে গেলে এ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে এক শিশু, দুই কিশোরী ও প্রবীণ নারী। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের পশ্চিম চওপল্লী এলাকার ওমান প্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা (২৪), কন্যা মিম আক্তার (২), ভাবি লাবনী আক্তার (৩০), নানী ফয়জুন্নেসা (৮০), ভাতিজি রেশমী আক্তার (৮) এবং লামিয়া (৯)। আহতদের মধ্যে রয়েছেন বাহার উদ্দিন নিজে ও মাইক্রোবাস চালকসহ আরও তিনজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রবাসী বাহার উদ্দিনের দেশে ফেরাকে কেন্দ্র করে পরিবারের সদস্যরা মঙ্গলবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আনতে যান। এরপর রাতে তারা একটি মাইক্রোবাসে করে সবাই মিলে লক্ষ্মীপুরের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

রাত পেরিয়ে বুধবার ভোরে যাত্রাপথে চন্দ্রগঞ্জের জগদিশপুর এলাকায় পৌঁছালে চালক হঠাৎ মাইক্রোবাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে যানটি সড়কের পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়, বাকিদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, “লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×