বিল পরিশোধ না করায় ক্লিনিকে আটকে রাখা হয় রোগীকে


বিল পরিশোধ না করায় ক্লিনিকে আটকে রাখা হয় রোগীকে

বাগমারার তাহেরপুর পৌরসভার ডা. সাব্বির ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিষপানে আহত রোগীর চিকিৎসা খরচ ৬৭ হাজার টাকা দাবি করা হয়। টাকা পরিশোধ করতে না পারায় ক্লিনিকের পরিচালক ডা. সাব্বির হোসেনের বিরুদ্ধে রোগীকে ছয় দিন ধরে ক্লিনিকে আটকে রাখার অভিযোগ উঠেছে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার ক্লিনিক থেকে ওই রোগীকে উদ্ধার করে উপজেলা প্রশাসন।

জানা গেছে, ২৬ জুলাই পার্শ্ববর্তী দুর্গাপুরের কয়ামাজমপুর গ্রামের বাসিন্দা সুশান্ত কুমার বিষপানে আহত হন। পরিবারের লোকজন তাকে ওই ক্লিনিকে নিয়ে যান। সেখানে সুস্থ হওয়ার পর ক্লিনিক থেকে চিকিৎসা ব্যয় বাবদ ৬৭ হাজার ৭২০ টাকার বিল করা হয়। কিন্তু ওই পরিমাণ টাকা পরিশোধ করতে না পারায় রোগীকে ছাড়পত্র না দিয়ে ছয় দিন ধরে ক্লিনিকে আটকে রাখা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাফিউল্লাহ নেওয়াজ বলেন, বিষপানে আহত কোনো রোগীর চিকিৎসা খরচ সর্বমোট ৮-১০ হাজার টাকার বেশি হওয়ার কথা নয়।

ক্লিনিক পরিচালক ডা. সাব্বির হোসেন বলেন, বেসরকারি ক্লিনিকে বিষপানে রোগীর চিকিৎসা করা অনেক ঝামেলার ব্যাপার। তাই বিল একটু বেশি নিতে হয়। তবে প্রশাসনের হস্তক্ষেপে বিল কমিয়ে ৩৫ হাজার টাকা নিয়ে রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×