শ্যামনগরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আটক ৪
- সাতক্ষীরা প্রতিনিধি
- প্রকাশঃ ১১:০৬ পিএম, ০২ আগস্ট ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে বিরোধপূর্ণ জমির মালিকানা ও দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।
শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার রামজীবনপুর ইউনিয়নের কেয়াতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেনঃ রামজীবনপুর গ্রামের আব্দুল মালেক গাজী (৫০), আরিফুল ইসলাম (১৫), আমিনুল ইসলাম (২৮), কেয়াতলা গ্রামের আবু সাঈদ (১৫) ও আব্দুল্লাহ আল মামুন (৩৫)।
আটককৃতরা হলেনঃ আশরাফুল ইসলাম (২৫), আমানুল্লাহ ইমন (২৩), মারুফ হোসেন (২২) এবং আরও একজন আব্দুল্লাহ আল মামুন (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেয়াতলার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে রামজীবনপুরের শাহাজান গাজী ও কেয়াতলার সোহেল রেজা ফয়েজের মধ্যে বিরোধ চলে আসছিল। শাহাজান পরিবার আগে থেকেই জমিটি দখলে রেখেছিলেন। তবে সম্প্রতি উচ্চ আদালতের রায় নিজেদের পক্ষে পাওয়ার দাবি করে ফয়েজ ও তার পরিবার জমির নিয়ন্ত্রণ নেয়।
শনিবার বিকেলে শাহাজান বহিরাগত কিছু লোকজন ও গাড়িবহর নিয়ে জমি পুনর্দখলে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায় এবং শাহাজানপক্ষের লোকজনের ছোড়া গুলিতে পাঁচজন আহত হন বলে অভিযোগ।
সোহেল রেজা ফয়েজের ভাগ্নে আরিফুল ইসলাম বলেন, জমির কাগজপত্র আমাদের পক্ষে। আগের সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলে রেখেছিল শাহাজান। এখন আইনগত ভিত্তিতে জমি বুঝে নেওয়ার পর তারা অস্ত্রধারী দল নিয়ে হামলা চালিয়েছে।
অন্যদিকে, আটক আশরাফুল ইসলাম দাবি করেন, ফয়েজের লোকজনই তাদের জমি জোরপূর্বক দখল করে রেখেছিল। জমি পুনরুদ্ধারে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। তবে কারা গুলি করেছে, তা নিশ্চিত করে বলতে পারছি না।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।