ভুয়া সমন্বয়ক এখন সর্বত্র: দুদক চেয়ারম্যান


ভুয়া সমন্বয়ক এখন সর্বত্র: দুদক চেয়ারম্যান

দেশজুড়ে ভুয়া সমন্বয়কারীদের দৌরাত্ম্যকে সাম্প্রতিককালের আরেকটি বড় সংকট হিসেবে অভিহিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তার ভাষায়, সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে ভুয়া সমন্বয়কারীরা সক্রিয় হয়ে উঠেছে, তা রীতিমতো উদ্বেগজনক।

বৃহস্পতিবার বরিশাল সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলে ১৬ ডিসেম্বরের পর হঠাৎ করে একটা বাহিনীর আবির্ভাব হয়। আমরা সেটাকে বলতাম সিক্সটিন ডিভিশন। এবার আরেকটি সংকট সামাল দিতে হচ্ছে। সর্বত্র এখন ভুয়া সমন্বয়ক। আমার অফিসেও ভুয়া সমন্বয়ক পেয়েছি। সমন্বয়ক ভুয়া হন, আর প্রকৃত সমন্বয়ক হন– কাউকে অবৈধ সুযোগ দেওয়ার কারণ নেই।

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এই সভার মূল প্রতিপাদ্য ছিল—দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিক সেবা এবং এর মানোন্নয়নে করণীয়।

এসময় দুদক চেয়ারম্যান সকলকে এখন থেকেই দুর্নীতিবিরোধী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এখনই প্রতিরোধ করা শুরু করেন। তাহলে আগামী দিনের অনেক সংকট থেকে আপনারা মুক্ত থাকবেন। এখন আমাদের জন্য একটি বড় সুযোগ হচ্ছে– একটি অন্তর্বর্তী সরকার আছে। এর কোনো রাজনৈতিক পক্ষপাত নেই। রাজনৈতিক পক্ষপাত যদি না থাকে, আমাদের কাজের পরিবেশটা অনেক ভালো হয়।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও বক্তব্য দেন তিনি। বলেন, নির্বাচন ঘিরে বড় চ্যালেঞ্জ সামনে আসছে, যেটির মোকাবিলা করতে সক্রিয় হতে হবে সবাইকে। আবদুল মোমেন বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কথা দিয়েছেন, জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে চান। তিনি নিজে রিটার্নিং অফিসার হবেন না, আবার মাঠে নেমে তদারকিও করবেন না। এ কাজগুলো আমাদের সবার করতে হবে। কাজেই আমাদের একটু সক্রিয় হতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, অতীতের দুর্নীতির তদন্তে অতিরিক্ত সময় ব্যয় না করে সামনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় মনোযোগ দেওয়া প্রয়োজন। দুর্ভাগ্যবশত আগে কি দুর্নীতি হয়েছে, সেটা নিয়ে আমরা শতভাগ সময় প্রায় কাটিয়ে দিই। আমাদেরও চিন্তাভাবনায় একটি বড় ধরনের ভুল আছে। এ ভুল থেকে আমাদেরও বেরিয়ে আসতে হবে।

সভায় বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। এর আগে, দুদক চেয়ারম্যান বরিশালে দুর্নীতি দমন কমিশনের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×