অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনে দিনে পিছিয়ে যাচ্ছে: আমির খসরু


অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনে দিনে পিছিয়ে যাচ্ছে: আমির খসরু

নির্বাচিত সরকার ছাড়া কোনও জাতীয় সংস্কার বা ঘোষণা বাস্তবায়নের আশা করা অবাস্তব এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠনের ওপর।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ‘রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অধিকার’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে বৈধ সরকার গঠন ছাড়া দেশে স্থিতিশীলতা এবং বিনিয়োগ আশা করা যাবে না। কোনও বিশেষ গোষ্ঠীর ধারণা বা নির্দেশনায় দেশ এগোবে না।

তিনি আরও বলেন, অনির্বাচিত শাসনের কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এতে শুধু দেশি নয়, বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহ হারাচ্ছেন। তারা আসে, সব কথা শুনে একটাই প্রশ্ন করে নির্বাচন কবে হবে?

বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে খসরু বলেন, অন্তর্বর্তী বা অস্থায়ী সরকারের অধীনে বড় বিনিয়োগ কেউ করে না। এসব বিনিয়োগ দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর ভিত্তি করে আসে, যা কেবল একটি পূর্ণাঙ্গ নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব।

রাজনৈতিক স্থবিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমরা প্রতিনিয়ত পিছিয়ে যাচ্ছি রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবেও। এখন জনগণকে স্পষ্টভাবে জানাতে হবে, আমরা এমন সরকার চাই যা জবাবদিহির আওতায় থাকবে।

তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের কোথাও সঠিকভাবে সিদ্ধান্ত হচ্ছে না। সরকারি দপ্তরগুলোতে কাজের গতি নেই, পুলিশও নির্লিপ্ত। কারণ সবাই জানে, বর্তমান সরকার জবাবদিহিমূলক নয়।

সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বার অব কমার্সের সভাপতি এমদাদুল হোসেন। বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব, চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দারসহ বিএনপি এবং ব্যবসায়ী নেতারা।

সভায় বক্তারা নির্বাচনের প্রয়োজনীয়তা ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হিসেবে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×