নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৩


নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৩
ছবি: ভিডিও থেকে নেয়া

নোয়াখালীর বেগমগঞ্জে হঠাৎ করে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ। এই ঘটনায় পুলিশ তৎপর হয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে চৌমুহনীর রেলস্টেশন রোড থেকে হঠাৎ মিছিলটি শুরু হয়। মিছিলটি চৌমুহনী বাজার ঘুরে করিমপুর এলাকার দিকে অগ্রসর হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাবের নামে ব্যানার ও লিফলেট হাতে ২০ থেকে ২৫ জনের একটি দল রাস্তায় নেমে আসে। তারা আওয়ামী লীগের সমর্থনে এবং অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। মিছিলটি চৌমুহনী বাজারের মূল সড়ক ধরে করিমপুর রোডে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্র জানায়, এই মিছিলটি সরাসরি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাবের তত্ত্বাবধানে সংঘটিত হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এটি চৌমুহনীতে অনুষ্ঠিত প্রথম কোনো রাজনৈতিক মিছিল। জানা গেছে, নাজমুল শিহাব নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের ঘনিষ্ঠ।

ঘটনার বিষয়ে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, ‌আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ চৌমুহনীতে একটি মিছিলের খবর আমরা শুনেছি। খবর পেয়ে আমাদের নেতাকর্মীরা তাৎক্ষণিক সেখানে গেলে কাউকে পায়নি।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মিছিলে থাকা তিনজনকে আটক করেছে পুলিশ। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×