বাজেট বৈষম্যের প্রতিবাদে রংপুর অবরোধ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম
- রংপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৪৫ পিএম, ২৮ জুলাই ২০২৫

বাজেট বরাদ্দে দীর্ঘদিনের অবহেলার প্রতিবাদে রংপুরের মডার্ন মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উত্তরাঞ্চলের উন্নয়নে স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন এবং বিশ্ববিদ্যালয়টিকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের দাবিতে তারা ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন সরকারের প্রতি।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে ব্যস্ত মডার্ন মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বাজেট প্রণয়নের ক্ষেত্রে রংপুরসহ গোটা উত্তরাঞ্চল বারবার উপেক্ষিত থেকে যাচ্ছে। সিটি করপোরেশন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়—সবখানে বাজেট বৈষম্য স্পষ্ট।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে উত্তরাঞ্চলজুড়ে ‘ব্লকেড’ কর্মসূচি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী শিবলী সাদিক বলেন, “জুলাই-পরবর্তী বাংলাদেশে কোনো প্রকার বৈষম্য থাকবে না। কিন্তু রংপুরের নানা উন্নয়নে কোনো বাজেট বরাদ্দ দেয়নি অন্তর্বর্তী সরকার। উত্তরবঙ্গের উন্নয়নে যুগের পর যুগ ধরে বাজেটে বৈষম্য চলে আসছে। সেই বৈষম্য দূর করার জন্য তাদের এই আন্দোলন।”
আরেক শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, “এখনও রংপুর বিভাগ বাজেট বৈষম্যের শিকার। দূর হয়নি বিশ্ববিদ্যালয়সহ এই অঞ্চলের মানুষের প্রতি অবহেলা। উত্তরবঙ্গের উন্নয়নে ন্যূনতম কোনো বাজেট প্রণয়ন করা হয়নি।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নামমাত্র কয়েকটি অনুষদ নিয়ে চলে। আমরা মানসম্মত শিক্ষা ও একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই।”
তিনি আরও জানান, আন্দোলনের অংশ হিসেবে রংপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগণকে সম্পৃক্ত করে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এ লক্ষ্যে মঙ্গলবার শহীদ আবু সাঈদ চত্বর থেকে ‘মার্চ টু জেলা প্রশাসক’ ও ‘মার্চ টু বিভাগীয় কমিশনার’ কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।