আজ সন্ধ্যায় কিশোরগঞ্জ আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:০৫ এম, ২৬ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে শুক্রবার (২৫ জুলাই) বিকেলে শহরের আখড়াবাজার মুক্তমঞ্চে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা এনসিপি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মৌলভীবাজার থেকে দুপুরে যাত্রা শুরু করে কেন্দ্রীয় নেতারা সন্ধ্যার মধ্যে কিশোরগঞ্জে এসে পৌঁছাবেন। এরপর কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সংক্ষিপ্ত জমায়েতের মাধ্যমে পদযাত্রা শুরু হয়ে পুরান থানায় গিয়ে শেষ হবে। পদযাত্রা শেষে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে।
পদযাত্রা ও সমাবেশে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজি বারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদসহ কেন্দ্রীয় নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক খায়রুল কবির, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূইয়া, সদস্য সচিব ফয়সাল প্রিন্স, যুগ্ম আহ্বায়ক নীরব হাসান সুজন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, যুগ্ম সদস্য সচিব শামসুর রহমান প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক ইকরাম হোসেন জানান, পদযাত্রাটি হবে সম্পূর্ণ সুশৃঙ্খল ও সংক্ষিপ্ত পরিসরে। এতে জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে সংগঠনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল সংগঠক খায়রুল কবির বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বর্তমান বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতেই এই পদযাত্রা ও সমাবেশের আয়োজন। কিশোরগঞ্জের সব স্তরের মানুষকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাই।